সবে মাত্র শরৎ গেল, আসছে বর্ষায় তুমি আমার মেঘ বালিকা হবে।
তোমাকে মেঘের ধূসর রঙে সাজাবো,
শ্রাবণ মেঘের ভেলায় চড়ে আষাঢ় নামাবো তোমার বুকে!
শ্রাবণ ধারার বর্ষাতে প্রেমের কদম্বরী নদীর স্রোতে পরম সুখে ভাসিয়ে নিও অজানাতে,
মেঘকালো চুলে পছন্দের গোলাপ কিংবা রক্তজবা দিতে পারো।।
এবার তোমায় নীল গগনের রঙের সাথে নীল শাড়ী পরাবো,
নীল রঙের টিপ পরাবো আপন হাতে তোমার কপালে প্রতীক রুপে
ভালবাসার লাল বেদীতে হিংসুটে প্রেমিক হয়ে রাখবো আড়াল করে।
পারবে, আমার হৃদয় আকাশ বুকের বাইরে রংধনুর রংবাহারে না তাকাতে?
এবার তোমায় দূর্বাসম সবুজ রঙের চিরসবুজের শাড়ি দেব,
সাথে ঝিঙ্গে ফুলের মালা দেব সবুজের সাথে মিলিয়ে গলায় পোরো,
উদার হাতে আগলে নিয়ে ছন্নছাড়া ভূতলেতে।
পারবে,হাজার রঙা রঙিন সব ফুল ফোঁটাতে আমার প্রেমের তরে?