জৈন্তা বার্তা ডেস্ক
জুন / ১৮ / ২০২২
০৯:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৮:৪১ পূর্বাহ্ন
29
Sharesপবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে চার জন বাংলাদেশি হাজি সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তাদের সবার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চার জন বাংলাদেশির মধ্যে গতকাল শুক্রবার (১৭ জুন) দুইজন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেন, তারা হলেন হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও মোছা. রামুজা বেগম (৫৪)।
শনিবার (১৮ জুন) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাট সদরে, তার বয়স ৬২ বছর। রামুজা বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে।
এর আগে, বৃহস্পতিবার (১৬ জুন) মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন। বয়স ৬৪ বছর। এছাড়া গত ১১ জুন মারা যান চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। তার বয়স ৬০ বছর।
শনিবার (১৮ জুন) পর্যন্ত মোট ৪৮টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ১৮ হাজার ৪১ জন যাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৬৫৬ জন হজযাত্রী।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৬টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।
এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জৈন্তা বার্তা ডেস্ক
জুন / ১৮ / ২০২২
০৯:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৮:৪১ পূর্বাহ্ন