জৈন্তা বার্তা ডেস্ক
মে / ১৬ / ২০২২
০৮:৪১ অপরাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৯:০৭ পূর্বাহ্ন
62
Sharesসিলেটের খারইল বিলে ডিঙি নৌকা ডুবে দুজন নিখোঁজ রয়েছেন। রোববার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিলের মধ্যবর্তীস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে আছকন্দর আলী (৫০) ও রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী (৪০) ।
জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক জানান, রায়েরগাঁও হতে একটি ডিঙি নৌকা কালারুকা যাওয়ার পথে খারইল বিলের মধ্যবর্তীস্থানে ধমকা হাওয়ায় ডুবে যায়। এসময় নৌকায় থাকা মাঝিসহ আটজন ডুবে যান। পরে ছয়জন তীরে উঠতে পারলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
ডুবে যাওয়া নৌকায় সবাই পুরুষ ছিলেন জানিয়ে ইসহাক বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনকে নিয়ে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাই। সোমবার সকাল থেকে দমকল বাহিনীর সদস্যরাও অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে হাওরে বেশি পানি আর ঢেউ থাকায় তাদের খোঁজ মেলেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের ফায়ার লিডার মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের ডুবুরিদল সকাল ৭টা থেকে নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তবে এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি।
জৈন্তা বার্তা ডেস্ক
মে / ১৬ / ২০২২
০৮:৪১ অপরাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৯:০৭ পূর্বাহ্ন