জৈন্তা বার্তা ডেস্ক
জানুয়ারী / ২০ / ২০২২
১২:১৮ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০২:৩০ অপরাহ্ন
72
Sharesহল ক্যান্টিন বন্ধ, বাধ্য হয়েই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা মাঠে রান্না করে খাচ্ছেন। বিশ্ববিদ্যালয় মূল মাঠের মধ্যেই চলছে রান্নার আয়োজন। বুধবার খাবারে কিছুটা টান পরেছিল বলে জানান খাবার সমন্বয়ের দায়িত্বে থাকা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর রানা ও শিহাব উদ্দিন।
তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে খাবারের সকল রেস্টুরেন্ট সন্ধ্যা সাতটার মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। যে-কারণে প্রচণ্ড খাদ্য কষ্টে ভুগছেন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর থেকে সবগুলো হলের ডাইনিং বন্ধ রাখা হয়েছে। খাদ্যাভাবে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গিয়েছেন বলেও জানা গেছে।
গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বস্তা চাল দিয়ে খিচুড়ি রান্নার পর খাবারে টান পরে আন্দোলনরত শিক্ষার্থীদের। এর ফলে বুধবার তারা দুই বস্তা চাল রান্না করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য।
খিচুড়ির সাথে আলু দিয়ে তৈরি মুরগির ঝোল রান্না করা হয়েছে সার্বজনীনভাবে সবাই যাতে খেতে পারেন সেই জন্য। এদিকে ভিসি বাসভবনের সামনে আন্দোলনে থাকা একজন মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেন। পরে তাকে এম্বুল্যান্সযোগে হাসপাতালে পাঠানো হয়।
জৈন্তা বার্তা ডেস্ক
জানুয়ারী / ২০ / ২০২২
১২:১৮ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০২:৩০ অপরাহ্ন