জৈন্তাপুর প্রতিনিধি
এপ্রিল / ১২ / ২০২২
০৫:১৪ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০২:৫৪ অপরাহ্ন
4225
Sharesঅবশেষে মৃত্যুর সাথে টানা পাঁচদিন পাঞ্জা লড়ে হার মানলেন পর্তুগাল প্রবাসী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের মাষ্টার আব্দুন নুর এর ছেলে তারেক আহমদ রাজু (৩২)৷ বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, সড়ক দূর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় প্রাবাসী রাজুর মৃত্যু হয়েছে ৷
গত ৬ এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৫টায় সিলেট তামাবিল মহাসড়কের সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ৭নং কুপের সম্মুখে বাসের সাথে ব্যাটারী চালিত টমটম ও মটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এঘটনায় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়৷ অপরদিকে বাসের যাত্রীসহ ২০জন আহত হন ৷ তাদের মধ্যে নব বিবাহিত স্ত্রী সহ পর্তুগাল প্রবাসী তারেক গুরুত্বর আহত হন ৷
স্থানীয়রা থাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন ৷ চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা থাকে ঢাকাস্থ এ্যাপলো হাসপাতালে রেফার্ড করেন ৷
এদিকে ১১ এপ্রিল সোমবার বিকাল ৪টায় সিলেট ইবনে সিনা হাসপাতাল হতে ঢাকায় নেওয়ার পথে রাত ৭টা ৫০ মিনিটের সময় হবিগঞ্জ এলাকায় পৌছালে তিনি মৃত্যু বরণ করেন ৷
তারেক আহমদ রাজু গত ১১ মার্চ ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছুটিতে এসেছিলেন পরিবারের সদস্যদের পর্তুগাল নিয়ে যাওয়ার জন্য। সে যাওয়া আর হলো না।
এদিকে মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে ৷ তার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাচাতো ভাই মুমিন আহমদ ৷ তিনি রমজানের ৭দিন পূর্বে ছুটিতে বাড়ীতে আসেন৷ ঘটনার দিন সিলেট শহর হতে ডাক্তার দেখিয়ে বাড়ী ফিরছিলেন ৷ পথিমধ্যে সড়ক দূর্ঘটনার স্বীকার হন ৷ আজ মঙ্গলবার বাদ যোহর দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
জৈন্তাপুর প্রতিনিধি
এপ্রিল / ১২ / ২০২২
০৫:১৪ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০২:৫৪ অপরাহ্ন