জৈন্তা বার্তা ডেস্ক
জুন / ২২ / ২০২২
০৯:৪৯ অপরাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৮:৩২ পূর্বাহ্ন
15
Sharesসিলেটে প্রাণঘাতি করোনাভাইরাসের ছোবলে প্রাণ গেল আরেক চিকিৎসকের। গত সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান শামসুর রহমান (ময়না) মারা যান। মারা যাওয়ার পর তার দেহ থেকে সংগ্রহ করা সেম্পুল কালেকশন করে পরীক্ষার পর জানতে পারা যায়- ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাস ছিলো। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হলেন ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, শামসুর রহমান ময়নার স্ত্রীর দেহেও করোনা পজিটিভ ধরা পড়েছে। তাঁর পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানা গেছে।
সিলেটে দুই মাস চার দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলো। এর আগে সর্বশেষ সিলেটে ১৮ এপ্রিল করোনা সংক্রমণে মারা যাওয়ার ঘটনা ঘটেছিল।
জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের প্রধান শামসুর রহমান (ময়না) করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার মারা গেছেন। পরে নমুনা পরীক্ষায় মঙ্গলবার তাঁর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। পরে করোনাকালীন নিয়ম মেনে তাঁর দাফন সম্পন্ন হয়।
জৈন্তা বার্তা ডেস্ক
জুন / ২২ / ২০২২
০৯:৪৯ অপরাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৮:৩২ পূর্বাহ্ন