আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল / ২৬ / ২০২২
০৬:৫৯ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০১:৩২ অপরাহ্ন
41
Sharesভূমধ্যসাগর উপকূল থেকে পাচঁ শতাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে লিবিয়া পুলিশ। ত্রিপোলির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে অবৈধ পথে ইউরোপে পাড়ি দেয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটক বাংলাদেশিরা বর্তমানে ত্রিপোলির তরিক মাতা ডিটেনশন সেন্টারে অবস্থান করছে।
লিবিয়া পুলিশের বরাতে ত্রিপোলির বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর প্রচার করেছে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবৈধপথে আসার কারণে তাদের দেশে ফেরত পাঠানোয় জটিলতা রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হবে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে তাদের ফেরত পাঠানোর বিষয়ে যোগাযোগ রাখছি।
আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল / ২৬ / ২০২২
০৬:৫৯ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০১:৩২ অপরাহ্ন