মৌলভীবাজার প্রতিনিধি::
মে / ১২ / ২০২২
১২:০৩ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০১:২৬ অপরাহ্ন
165
Sharesমৌলভীবাজারের কুলাউড়ায় ঘরের সিঁধ কেটে অপহরণ হওয়া শিশু মাহবুব ইসলাম মাহিন (৩) কে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মে) রাতে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় বাগান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষণ রায়।
উল্লেখ্য, মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে রাতের আধাঁরে ঘরের সিঁধ কেটে মায়ের সঙ্গে থাকা ঘুমন্ত হাবিবুর রহমান মাহিনকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকে জোরালো উদ্ধার অভিযান চালায় পুলিশ।
মৌলভীবাজার প্রতিনিধি::
মে / ১২ / ২০২২
১২:০৩ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০১:২৬ অপরাহ্ন