জহিরুল ইসলাম সরকার, জুড়ী প্রতিনিধি
জানুয়ারী / ১৭ / ২০২২
০৪:৪৯ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৮ / ২০২২
০২:৪৮ অপরাহ্ন
150
Sharesমৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৫ জানুয়ারি মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী।
সভায় উপস্থিত শিক্ষক প্রতিনিধিদের সম্মতিক্রমে জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক ইসহাক আলী (মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়), যুগ্ম আহবায়ক মোঃ সেলিম মিয়া (শিলুয়া স্কুল এন্ড কলেজ), যুগ্ম আহবায়ক মো মুহিবুর রহমান ( হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়), সদস্য সচিব মৃণাল কান্তি দাশ (নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়), নির্বাহী সদস্য হুমায়ূন কবির (মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়), শাহীন আহমদ (জায়ফরনগর উচ্চ বিদ্যালয়), মো সাইফুল ইসলাম (সাগরনাল উচ্চ বিদ্যালয়)।
সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রিংকু রঞ্জন দাশ (ভাইস চেয়ারম্যান, জুড়ী উপজেলা পরিষদ), তাজুর রহমান (প্রধান শিক্ষক, পাতিলা সাংগন উচ্চ বিদ্যালয়), রঞ্জিত কুমার সিংহ (ছোট ধামাই উচ্চ বিদ্যালয়)। উক্ত কমিটি পরবর্তী ৬ মাসের মধ্যে কমিটি গঠন করবেন। আহবায়ক কমিটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জহিরুল ইসলাম সরকার, জুড়ী প্রতিনিধি
জানুয়ারী / ১৭ / ২০২২
০৪:৪৯ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৮ / ২০২২
০২:৪৮ অপরাহ্ন