জাহিদুল ইসলাম, জৈন্তাপুর
জুন / ২১ / ২০২২
০৯:২৮ পূর্বাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৭:৪৯ পূর্বাহ্ন
22
Sharesজৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী কেন্দ্রী্গ্রাম, বাংলা বাজার, আসামপাড়া,লক্ষীপুর, কেন্দ্রী হাওর এলাকায় বসবাসরত বন্যা দূর্গত পানি বন্ধি অসহায় মানুষের মধ্যে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি'র উদ্যােগে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
গত ২১ জুন সোমবার রাতে জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি এলাকায় এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বিজিবি'র পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচএম সেলিম হাসান বিজিবিএম পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ৪৮ বিজিবি'র অধিনায়ক লে: কর্ণেল সাইফুল ইসলাম, শ্রীপুর বিজিবি'র ক্যাম্প কমান্ডার সুবেদার মো: ইউনুছ মিয়া ,স্থানীয় ইউপি সদস্য নজির আহমদ।
বন্যার্ত অন্তত ৩শত লোকের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় কর্ণেল জিএইচএম সেলিম হাসান বলেন, বন্যার এই দূর্যোগ মুহুতে আমাদের সকলের উচিত সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো। সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি'র সদস্যরা পানি বন্ধি লোকজন কে উদ্বার ও ব্যক্তিগত উদ্যােগে ত্রাণ সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত রেখে সহযোগিতা করে যাচ্ছেন।
জাহিদুল ইসলাম, জৈন্তাপুর
জুন / ২১ / ২০২২
০৯:২৮ পূর্বাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৭:৪৯ পূর্বাহ্ন