রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর
জানুয়ারী / ১৯ / ২০২২
০৯:২৭ অপরাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০১:৪৩ অপরাহ্ন
134
Sharesসুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলের মৃত্যুর খবর শুনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবাও। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মারা যান ছেলে। খবর শুনে বুধবার ভোরে বাবরও মৃত্যু হয়।
উপজেলার বুধরাইল (মুরাদাবাদ) গ্রামে এ ঘটনা ঘটে। নিজ বাড়িতেই তাঁদের মৃত্যু হয়। আজ বুধবার বাবা-ছেলেকে দাফন করে পরিবার।
মৃতরা হলেন- ওই গ্রামের আলী আহমদ (৫৫) এবং তাঁর বাবা সয়ফুল্লাহ (৮০)। তাঁরা দুজনই স্বর্ণের দোকানের কারিগর ছিলেন।
এলাকাবাসী জানান, আলী আহমদ বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হার্ট অ্যার্টাকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন বাবা সয়ফুল্লাহ। ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য আকিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর
জানুয়ারী / ১৯ / ২০২২
০৯:২৭ অপরাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০১:৪৩ অপরাহ্ন