জৈন্তা বার্তা ডেস্ক
জুন / ১৫ / ২০২২
১১:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৮:২৬ পূর্বাহ্ন
54
Sharesপরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি, অর্থনীতি এলামনাই এসোসিয়েশন শাবিপ্রবি এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর কেন্দ্রীয় কমিটির সদস্য কাসমির রেজার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাকবিশিস নেতৃবৃন্দ। বুধবার রাতে কাসমির রেজার জন্মদিন উপলক্ষে কেক কেটে তারা শুভেচ্ছা জানান। দৈনিক জৈন্তা বার্তা কার্যালয়ে কেক কাটার সময় উপস্থিত ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন রায়, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ অজয় কুমার রায়, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক শাখাওয়াত হোসেন আজাদ, জেলা শাখার সহ-সভাপতি হিমাংশু রায়, সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমদ, সহসাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাত আরা পান্না প্রমুখ।
উল্লেখ্য কাসমির রেজা দীর্ঘদিন ধরে হাওর ও পরিবেশ আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন। তিনি সমমনা আরো কয়েকজনকে নিয়ে ২০১০ সালে 'পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা' নামে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন। গত এক যুগ ধরে হাওর এলাকার মানুষের অধিকার আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কাজের স্বীকৃতি স্বরূপ সংগঠনটি ২০১৮ সালে সিআরআই প্রদত্ত জয়বাংলা ইয়ুথ এওয়ার্ড লাভ করে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর কাছ থেকে কাসমির রেজা এওয়ার্ডটি গ্রহণ করেন।
কাসমির রেজা বিভিন্ন সময় জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, তাহিরপুর সমিতি সিলেট এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ সমিতি সিলেট এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ ধুমপান নিরোধ সংস্থা (জাধুনিস) এর সিলেট জেলা শাখার সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু নির্যাতন বিরোধী আন্দোলনের আহ্বায়ক, প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য সচিব সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন করেছেন।
জৈন্তা বার্তা ডেস্ক
জুন / ১৫ / ২০২২
১১:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৮:২৬ পূর্বাহ্ন