জৈন্তা বার্তা ডেস্ক
মে / ১১ / ২০২২
০৬:৪৪ অপরাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০২:০৩ অপরাহ্ন
32
Shares‘১০০০ টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’, এমন খবর গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ‘১০০০ টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’, এমন তথ্য প্রচার করেছে বেসরকারি একটি টেলিভিশন। পাশাপাশি বিভিন্ন যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘মিথ্যা’ বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ছড়িয়ে পড়া ভুয়া ওই নির্দেশনায় যা লেখা আছে-
জামালপুরের কৃষি ব্যাংকের নামে ফেসবুকে ঘুরছে একটি ভুয়া নির্দেশনা। বিশেষ দৃষ্টি আকর্ষণ শিরোনামে সেই নির্দেশনায় বলা আছে, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সর্বশেষ সময়সীমা ৩০ মে ২০২২। এরপর আর কোনও এক হাজার টাকা মূল্যমানের লাল ব্যাংকে জমা নেওয়া হবে না। সুতরাং ৩০ মে তারিখ দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট ব্যাংকে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’
সেই নির্দেশনা আরও বলা আছে, ‘পরবর্তী দিন হতে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট অচল বলে গণ্য হবে।’
জৈন্তা বার্তা ডেস্ক
মে / ১১ / ২০২২
০৬:৪৪ অপরাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০২:০৩ অপরাহ্ন