সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাটঃঃ
জানুয়ারী / ১৭ / ২০২২
১২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৮ / ২০২২
০৪:০৪ অপরাহ্ন
126
Sharesসিলেটের গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউনিয়ন নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইং এর উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন হিরো আলম। তাকে ঘিরে গোয়াইনঘাট জনসাধারণের মাঝে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে,ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইং ।
বগুড়ার যুবক আশরাফুল আলম সাঈদ। যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম নামে পরিচিত। সেই হিরো আলম এবার আসছে ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে।
ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২২ইং এর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন হিরো আলম আসার বিষয়টি নিশ্চিত করে জানান , আগামী ২১ জানুয়ারি গোয়াইনঘাটের ডৌবাড়ি সরকারি প্রাথামিক বিদ্যালয় মাঠে ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে হিরো আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ খেলার প্রচারণা পোস্টারে তাকে ওই অনুষ্ঠানের ‘প্রধান আকর্ষণ’ উল্লেখ করা হয়েছে।
তিনি আরো জানান, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান থাকার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে আলাপ-আলোচনা চলছে, যদি তিনি সদয় সম্মতি প্রকাশ করেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি নির্বাহী কর্মকর্তা মহোদয়কে প্রধান অতিথি করার।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে-মধ্যেই সবচেয়ে বেশি চর্চিত হিরো আলম। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তার অদ্ভূত সব ভিডিও, ছবি কিংবা গান। গত ৭-৮ বছর থেকেই তিনি এভাবে আলোচনায়। ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন সুভাষ দাস।
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাটঃঃ
জানুয়ারী / ১৭ / ২০২২
১২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৮ / ২০২২
০৪:০৪ অপরাহ্ন