নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ)::
মে / ১৩ / ২০২২
০৫:০৮ অপরাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০২:৪২ অপরাহ্ন
22
Sharesচুনারুঘাটে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৪ দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) সকাল ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স সোহেল ষ্টোরকে ৪ হাজার, মেসার্স পন্ডিত ষ্টোরকে ৪ হাজার, মেসার্স ব্রজলাল ষ্টোরকে ৩ হাজার, মেসার্স সুমন ষ্টোরকে ৩ হাজার সহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, বেশি দামে তেল বিক্রয় ও মুল্যতালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়ের কারনে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে । এ সময় শায়েস্তাগঞ্জ র্যাব ৯ এর সদস্যদের সহযোগিতায় মজুত কৃত প্রায় ৩শ লিটার ভোজ্যতেল পুর্বের মূল্য অনুযায়ী অবস্থিত জনতার (ভোক্তাদের) মাঝে বিক্রয় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত আছে।
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ)::
মে / ১৩ / ২০২২
০৫:০৮ অপরাহ্ন
আপডেট : মে / ১৭ / ২০২২
০২:৪২ অপরাহ্ন