জৈন্তা বার্তা ডেস্ক
নভেম্বর / ২১ / ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৮ / ২০২২
০৪:১৫ অপরাহ্ন
147
Sharesসিলেট জিন্দাবাজারে 'বুনন প্রকাশন' কার্যালয়ে শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বুনন প্রকাশিত চারটি কবিতাবইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বইগুলো হল, আদ্যনাথ ঘোষের 'তৃষ্ণার পৃথিবী ছুঁয়ে', গোবিন্দলাল হালদারের 'নৈঃশব্দ্য অমিয় গান', সুবীর লরেন্সের 'বিন্যাসের ওপারে' এবং মাজেদ আহমদের 'জলপাই রঙের বেদনা'। এই চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অধ্যক্ষ ওয়াহেদ সারো, বুনন প্রকাশক ও সম্পাদক কবি খালেদ উদ-দীন, কবি সুমন বণিক, শিশুসাহিত্যক জসীম আল ফাহিম, কবি জাকির মোহাম্মদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন, কবি অসীম চন্দ পাল, ছড়াশিল্পী এখতার হোসেন প্রমুখ।
উপস্থিত সকলে বইগুলোর ভুয়সী প্রশংসা করেন এবং বইগুলোর বহুলপ্রচার কামনা করেন।
জৈন্তা বার্তা ডেস্ক
নভেম্বর / ২১ / ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : মে / ১৮ / ২০২২
০৪:১৫ অপরাহ্ন