স্টাফ রিপোর্ট::
জুন / ২৩ / ২০২২
০৩:১৪ অপরাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৭:৩৪ পূর্বাহ্ন
24
Sharesবন্ধ থাকার ছয় দিন পর সচল হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে বিমান চলাচল শুরু হয়েছে বন্দরটিতে।
বিমানবন্দরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন আজ সকাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল শুরু করেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে গেছে।
উল্লেখ্য, গত ১৭ জুন রানওয়েতে বন্যার পানি চলে আসায় বিকেল থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। দু’দিন পর রানওয়ের পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি।
স্টাফ রিপোর্ট::
জুন / ২৩ / ২০২২
০৩:১৪ অপরাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৭:৩৪ পূর্বাহ্ন