বিয়ানীবাজার প্রতিনিধি::
জুন / ১৫ / ২০২২
০৪:৩৩ অপরাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৭:৪৯ পূর্বাহ্ন
20
Sharesসিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকে বৃষ্টি হানা দিয়েছে। থেমে থেমে বারবার বৃষ্টি হচ্ছে। সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বৃষ্টি কিছুটা কম থাকলে ভোটারদের উপস্থিতি বাড়ে কেন্দ্রগুলোতে। সকাল ১১ টা থেকে ফের বৃষ্টি শুরু হয়। আর বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। তার মধ্যে নারী ভোটাদের ব্যপক উপস্থিতি।
সরজমিন কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে ভোট দিতে এসেছেন ভোটাররা।এর মধ্যে নারী ভোটাদের সংখ্যা বেশি। কারো কারো ফিঙ্গার না মেলায় ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন। কেউ মকেউ পুনরায় চেষ্টাও করছেন।
ভোট দিতে আসা ভোটারদের সাথে কথা হলে তারা জানান, ইভিএমে ভোট দিয়ে ভালোই লাগছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। প্রশাসনও কঠোর অবস্থানে রয়েছে তাই বিশৃঙ্খলা ছাড়াই ভোট দিতে পেরেছি।
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন ও মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিয়ানীবাজার প্রতিনিধি::
জুন / ১৫ / ২০২২
০৪:৩৩ অপরাহ্ন
আপডেট : জুন / ২৬ / ২০২২
০৭:৪৯ পূর্বাহ্ন