সুনামগঞ্জের জগন্নাথপুরে মোহাম্মদপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত এমরান হোসেন হত্যা মামলার প্রধান আসামী ছইল মিয়াকে গ্রেপ্তার করেছ র্যাব-৯। মঙ্গলবার জগন্নাথপুর থানা পুলিশের মাধ্যমে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন।
গত বছরের ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন।
মারা যান কলেজ ছাত্র এমরান হোসেন। এমরান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রামবাসীর পক্ষে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এন/সি