সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া এক সাক্ষাৎকারে নিক জোনাসের সঙ্গে সংসার এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী সেখানে জানিয়েছেন, ১১ সন্তানের মা হতে চান তিনি!
লন্ডনের দ্য সানডে টাইমসকে দেয়া তাঁর এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়াকে সন্তান নেয়া সম্পর্কে জিজ্ঞাস করা হলে উত্তরে প্রিয়াঙ্কা হেসে বলেন, ১১ সন্তান চান তিনি, তাদের নিয়ে গড়তে চান একটি ক্রিকেট টিম। এরপর একটু ভেবে বলেন, ‘১১ সন্তান অবশ্য অনেক। আমি আসলে নিশ্চিত নই’।
সাক্ষাতকারে প্রিয়াঙ্কা কথা বলেছেন নিক জোনাসের সঙ্গে তার বয়সের ১০ বছরের পার্থক্য নিয়েও। প্রিয়াঙ্কার মতে, বয়সের এই পার্থক্য তাদের ভালোবাসায় কোনো প্রভাব ফেলতে পারে না। কারণ, নিক জোনাসের সঙ্গে তার বোঝাপড়া অনেক ভালো।
মিস ওয়ার্ল্ড ২০০০ জেতার মধ্যদিয়ে বলিউডের সিনেমা জগতে প্রিয়াঙ্কা চোপড়ার প্রবেশের পর আমেরিকার টিভি জগতে তিনি পা রাখেন এবং সেই সুবাদেই মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে পরিচয় ও প্রণয়ের গাঁটছড়া বাদেন তিনি ।
প্রসঙ্গতঃ ২০১৮ সালের ১ ডিসেম্বর রাজস্থানের উমেদ ভবনে অনুষ্টিত হয় প্রিয়াঙ্কা-নিকের রাজকীয় বিয়ের আসর।
ই/ডি