বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের সুস্থতা কামনা করে আমেরিকা প্রবাসী জৈন্তাপুর -গোয়াইনঘাটের অধিবাসীদের উদ্যোগে রোববার নিউইয়র্কের ওয়েষ্ট ব্রংক্স জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । আমেরিকা প্রবাসী ফয়েজ আহমদ জানান সাবেক সংসদ সদস্য সেলিমের সুস্থতা কামনা করে স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা দোয়ার আয়োজন করেন।
চলতি মাসের শুরু থেকেই সেলিম শারিরিক নানা জটিলতায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রোববার তাঁর অবস্থার অবনতি হলে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়।
রোববার দিলদার হোসেন সেলিমের অবস্থা এতোটাই সংকটাপন্ন হয়ে পড়ে যে চিকিৎসকরা দ্রুত আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। বিষয়টি নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, দিলদার হোসেন সেলিম । এছাড়া তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার একাধিকবারের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়াম্যান ছিলেন।
এস/এ