অমিতা বর্ধন
সেপ্টেম্বর / ২৮ / ২০২০
০৫:০৫ অপরাহ্ন
আপডেট : মে / ১৮ / ২০২২
০৪:৪৬ অপরাহ্ন
174
Sharesএকটি পরিবার তখনই আদর্শ পরিবার গড়ে উঠে যখন সেই পরিবারের কর্তা বা অভিভাবক পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি তিনি সুদৃষ্টি প্রতিফলিত করে নজর ধারিতে রাখেন । দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বন্ধ সেখানে কিভাবে কেন এই অসুরেরা বহাল করছে ? সেখানে অধ্যক্ষ হিসাবে কি উনার কোন পদক্ষেপ নেওয়া উচিৎ ছিল না ? তাও আবার ঐ কুলাঙ্গারেরা অস্র নিয়ে দিব্যি বসবাস করছে !!!!!
গত শুক্রবার সিলেটের ঐতিহ্যবাহী সুনাম ধারী এমসি কলেজে যে নক্কার জনক , বর্বরতা ও পৈশাচিক স্মরণকালের নোংরামির ঘটনাটি জন্ম হল তার জন্য উক্ত কলেজের অধ্যক্ষ মহোদয় তার দায় অস্বীকার করার কোন যুক্তি নাই । তিনি উক্ত দায় স্বীকার করে পদত্যাগ করা উচিৎ । তিনি যেন ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেন । ঐতিহ্য ও সুনাম রক্ষা করে প্রিয় এমসি কলেজকে আরো কলঙ্কিত না করেন । একটি পবিত্র স্থান একবার অপবিত্র হলে সেখানে পরিবর্তন আনা অতীব জরুরী ও কর্তব্য ।
এই অপকর্মের জন্য একমাত্র সমাধান - অধ্যক্ষের পদত্যাগ ও ধর্ষকদের দৃষ্টান্ত মুলক সর্বোচ্চশাস্তি যা এই রকম জঘন্য ঘটনার পুনঃরাবৃতি না ঘটে । মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষতায় দেশ যেখানে এগিয়ে যাচ্ছে। সেখানে এই নজির বিহীন বর্বরতা ও পৈশাচিক ঘটনা খুব হাতাশাজনক ও লজ্জা জনক। একটা স্বাধীন দেশের ও উন্নত জাতি হিসাবে । বিশ্ব আমাদের নিয়ে কি ভাবছে !! এই লজ্জা প্রতিটি নাগরিকের ও দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের ।
সুবিচারের বাণীি যেন নীরবে আর না কাঁদে !!
অমিতা বর্ধন, সভাপতি, ভোরের কাগজ পাঠক ফোরাম, সিলেট।
অমিতা বর্ধন
সেপ্টেম্বর / ২৮ / ২০২০
০৫:০৫ অপরাহ্ন
আপডেট : মে / ১৮ / ২০২২
০৪:৪৬ অপরাহ্ন